ভায়াগ্রা নির্মাতার দাবি: চীনে ‘অক্ষম’ পুরুষের সংখ্যা ১৪ কোটি

Slider লাইফস্টাইল

118529_aaa

ঢাকা: যৌন উত্তেজক ওষুধ হিসেবে বিশ্বব্যাপী পরিচিত ভায়াগ্রা। আক্ষরিক অর্থে ভায়াগ্রা না হলেও, এ ধরণের ওষুধ তৈরি করে চীনা প্রতিষ্ঠান হেবেই চ্যাংশান বায়োকেমিক্যাল ফার্মাসিউটিক্যাল। প্রতিষ্ঠানটির দাবি, চীনে মোট ‘অক্ষম’ পুরুষের সংখ্যা প্রায় ১৪ কোটি। এই দাবি প্রকাশের পর পুঁজিবাজারে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম হু হু করে বেড়ে গেছে। এ খবর দিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট। খবরে বলা হয়, এই কোম্পানির একটি অঙ্গপ্রতিষ্ঠানের একটি যৌন উত্তেজক বড়ি সম্প্রতি চীনের স্বাস্থ্য নিয়ন্ত্রক কর্তৃপক্ষ অনুমোদন দিয়েছে।

এই ঘোষণার পর প্রতিষ্ঠানটির শেয়ারের দাম আরও বেড়েছে। ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠানটি আরও দাবি করেছে, চীনে যত অক্ষম পুরুষ আছে, তাদের ৩০ শতাংশও যদি চিকিৎসকের শরণাপন্ন হয়, তাহলে চীন জুড়ে তাদের ব্যবসা কয়েকশ কোটি ইউয়েনে পৌঁছাবে। তবে এই কোম্পানির দেওয়া তথ্যের সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। জবাবে হেবেই চ্যাংশান একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, রাষ্ট্রায়ত্ত আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান গোসেন সিকিউরিটিজের তৈরি করা ২০১৪ সালের একটি প্রতিবেদনে এসব তথ্য দেওয়া আছে। তবে কোম্পানিটি স্বীকার করে নেয় যে, তাদের পক্ষ থেকে স্বতন্ত্রভাবে ওই তথ্য যাচাই করা যায় নি। খবরে বলা হয়, চীনের হাই-টেক ব্যবসা প্রতিষ্ঠান প্রকল্পের আওতায় এই কোম্পানি স্বল্প আয়কর দেওয়ার সুবিধা ভোগ করছে। এছাড়া সরকারের অর্থনৈতিক পরিকল্পনা সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন এবং অর্থ মন্ত্রণালয়েরও বিনিয়োগ রয়েছে এই কোম্পানিতে। নতুন নতুন ওষুধ বানানো ও ওষুধ শিল্পে উদ্ভাবনশীলতা প্রচারে চীনের নেওয়া জাতীয় পরিকল্পনারও অংশ হেবেই চ্যাংশান বায়োকেমিক্যাল ফার্মাসিউটিক্যাল। মূল ভায়াগ্রা উৎপাদক ফিজারের প্যাটেন্টের মেয়াদ চীনে ২০১৪ সালে শেষ হয়েছে। ফলে যৌন উত্তেজক ওষুধের বাজারে ভায়াগ্রার বিকল্প হিসেবে চীনা প্রতিষ্ঠানগুলো যে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, তা সহজেই অনুমেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *