অভিনব কায়দায় ট্রেনের টিকিট বেশি দামে বিক্রয়ের সময় চট্টগ্রাম রেলওয়ে ষ্টেশন থেকে ট্রেনের টিকিটসহ আবদুর রহমান নামের এক টিকেট কালোবাজারিকে আটক করেছে রেলওয়ে পুলিশ। রহমান কুমিল্লা জেলার লাকসামের বাসিন্দা ইউনুচের ছেলে।
গত সোমবার রাতে ষ্টেশনের ৬ নং কাউন্টারের সামনে থেকে এ কালোবাজারিকে আটক করে বলে জানান জিআরপির ওসি শহিদুল ইসলাম।
তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ট্রেনের টিকেট বেশি দামে বিক্রয়ের সময় হাতেনাতে আটক করে পুলিশ। এসময় ট্রেনের ৬টি টিকেটও ছিল। এদের মধ্যে ২১ মে তূর্ণানিশিতার ৩টি ননএসি চেয়ার ও ২২ মে’র গোধূলির ৩টি এসি চেয়ার রয়েছে। তিনি বলেন, তাদের একটি সিন্ডিকেট রয়েছে। এ সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন স্থানে টিকেট কালোবাজারি করে থাকে। এ রমজানের ঈদের টিকেট কালোবাজারিসহ আইন-শৃংখলার অবনতি না হয়, সেভাবে রেলওয়ে পুলিশ কাজ করে যাচ্ছে। তবে অভিযুক্ত কালোবাজারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের হয়েছে বলে জানান তিনি।