রাজশাহী মহানগরীর ভেড়িপাড়া মোড়ে সন্ত্রাসীর ছুরিকাঘাতে পুলিশের টহল গাড়ির চালক নিহত হয়েছেন। তার নাম প্রশান্ত কুমার ঘোষ, বয়স ২২ বছর।
এ সময় প্রশান্তর সঙ্গে থাকা শাকিল নামের আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন। সোমবার রাত ১০টার দিকে নগরীর পুলিশ লাইন হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
নিহত প্রশান্ত কুমার ঘোষ পুলিশের টহল গাড়ি (হিউম্যান হলার) চালাতেন বলে পরিবারের লোকেরা জানিয়েছেন।
এ ব্যাপারে স্থানীয়রা জানান, প্রশান্ত ঘোষ ও শাকিল পুলিশ লাইন হাসপাতালের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় ৪/৫ জন যুবকের একটি দল তাদের পথরোধ করে প্রশান্ত ও তার সঙ্গীর ওপর সশস্ত্র হামলা করে। এসময় হামলাকারীরা প্রথমে প্রশান্তকে মারধর করে ও পরে বুকের বাম পাশে ছুরিকাঘাত করে।
পরে এলাকাবাসী দ্রুত তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা প্রশান্তকে মৃত বলে ঘোষণা করেন। তবে শাকিলকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে আরএমপির রাজপাড়া থানা সূত্রে জানা গেছে, প্রশান্ত খুনের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। প্রশান্ত পুলিশের ভাড়া করা গাড়ি চালাত।
তবে পূর্ব শক্রতার জেরে এই খুনের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে ময়নাতদন্ত শেষে মঙ্গলবার প্রশান্তর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।