বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিরুদ্ধে দুর্নীত দমন কমিশনের (দুদক) দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট ও চ্যারিটেবল ট্রাস্টের দুর্নীতি মামলার সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে সোমবার।
বেলা ১১টায় পুরান ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিচারক বাসুদেব রায়ের তৃতীয় বিশেষ জজ আদালতে খালেদা জিয়ার অনুপস্থিতিতেই এ সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে।
খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট আজমল হোসেন রাইজিংবিডিকে জানান, এ আদালতে খালেদা জিয়া ন্যায় বিচার পাবেন না। বিধায় আদালত পরিবর্তনের বিষয়ে একটি আবেদন উচ্চ আদালতে বিবেচনাধীন আছে। ওই আবেদনের রায় এখনো আমরা পাইনি। তাই আজও সময়ের আবেদন করা হবে।
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়াসহ ছয়জনের বিরুদ্ধে আজ সাক্ষ্য গ্রহণ হবে।