ঐক্যের মাধ্যমে ফিলিস্তিনি ও কাশ্মির সমস্যা সমাধান করতে হবে: পাকিস্তান

Slider সারাবিশ্ব

135804_bangladesh_pratidin_10

মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনি ও কাশ্মির সমস্যার সমাধান করতে হবে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব তাহমিনা জানজুয়া। তিনি বলেন, ফিলিস্তিনি ও কাশ্মিরের জনগণ নির্যাতিত এবং উভয় অঞ্চলের অবস্থা একই পর্যায়ের।

এ অবস্থায় আন্তর্জাতিক আইনের ভিত্তিতে কাশ্মির ও ফিলিস্তিন সমস্যা সমাধানে সবার এগিয়ে আসা উচিত। সমস্যা সমাধান করতেই হবে।
এ সময় জেরুসালেমে ইসরাইলি দূতাবাস স্থানান্তরের নিন্দা জানিয়ে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পদক্ষেপের মাধ্যমে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছেন। বর্তমান পরিস্থিতিতে বিশ্বের সব মুসলমানের মধ্যে ঐক্য জরুরি। মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হতে পারেন তাহলে মুসলিম বিশ্বের বেশিরভাগ সমস্যার ইতি ঘটবে।

এর আগে শনিবার জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মালিহা লোধি জাতিসংঘে বলেছেন, ফিলিস্তিন ও কাশ্মির সমস্যার সমাধান না হলে কখনো শান্তি আসবে না। ন্যায় বিচার প্রতিষ্ঠা না হলে শান্তি আসে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *