রুবলের দরপতনে ফি বাড়িয়েছে রুশ যৌনকর্মীরা

সারাবিশ্ব

image_160414.rouble_624x351_afp_nocreditরাশিয়ার মুরমানস্‌ক বন্দর শহরে রুশ যৌনকর্মীরা হঠাৎ করে তাদের ফি ৪০ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দিয়েছেন। তাদের কথা রুশ মুদ্রা রুবলের দাম পড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত।
শহরের একটি যৌন পল্লির সূত্রগুলো রুশ একটি সংবাদ সংস্থা ফ্লাশনর্ড কে বলেছে শহরের যৌনকর্মীরা চাইছেন এখন থেকে তাদের ফি মার্কিন ডলারের সাথে রুবলের বিনিময় মূল্যের ওঠানামার ওপর নির্ভরশীল হতে হবে।
কিছুদিন আগ পর্যন্ত মুরমানসক শহরে দুই ঘণ্টার জন্য একজন যৌনকর্মী খরিদ্দারদের কাছ থেকে তিন হাজার থেকে সাত হাজার রুবল দাবি করতো। মার্কিন ডলারে এই অর্থের পরিমাণ ৫৭ ডলার থেকে ১৩২ ডলার।
কিন্তু রুবলের দাম ক্রমাগত পড়তে থাকায় এই ফি ৪০ শতাংশ পর্যন্ত বেড়ে গেছে।
শহরের একটি যৌনপল্লির একজন ব্যবস্থাপক ফ্লাশনর্ড সংবাদ সংস্থাকে বলেছেন, যেভাবে জীবনযাত্রার ব্যয় হঠাৎ বেড়ে গেছে, তাতে ফি না বাড়িয়ে উপায় নেই।
ইউক্রেন নিয়ে রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার জেরে এ বছরের গোড়া থেকে মার্কিন ডলারের বিপরীতে রুশ মুদ্রা রুবলের দাম ৪০ শতাংশের মত পড়ে গেছে। ইউরো মুদ্রার বিরুদ্ধে এই দরপতন ৬০ শতাংশ।
যৌনকর্মীরা ফি বাড়িয়ে দিয়েছেন, এই খবরে ইন্টারনেটে রাশিয়ার সামাজিক মাধ্যমগুলোতে প্রেসিডেন্ট পুতিন ও তার সরকারকে কটাক্ষ করে মন্তব্যের ঝড় চলছে।
অন্দ্রে নেগোটভ নামে একজন টুইটারে লিখেছেন, “পুতিন, মুরমানসকের যৌনকর্মীদের কাছ থেকে অর্থনীতি শিখুন।”
এনটিভি নামের একটি রুশ ওয়েবসাইটে, আলেক্সান্দার সিটনিকভ নামে একজন মজা করে লিখেছেন, কারমানসকের যৌনকর্মীদের উচিৎ স্বদেশী খরিদ্দারদের রেহাই দিয়ে শুধু বিদেশীদের কাছ থেকে বাড়তি ফি নেওয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *