চা শ্রমিকদের মজুরি ৩০০ টাকা করার দাবি

Slider সিলেট

181404_bangladesh_pratidin_Bd-Pratidin-1bd

চা শ্রমিক দিবস উপলক্ষে সিলেটে আজ একটি র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলা শাখার উদ্যোগে নগরীর আম্বরখানা থেকে র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে চা শ্রমিকদের দৈনিক মজুরি ৩০০ টাকা করার দাবি জানানো হয়।
চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলার সংগঠক রত্না বৈষ্ণবের সভাপতিত্বে ও ছাত্রনেতা সঞ্জয় শর্মার পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাসদ সিলেট জেলা শাখার সমন্বয়ক আবু জাফর, সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন, চা শ্রমিক ফেডারেশনের উপদেষ্টা প্রণব জ্যোতি পাল, শ্রমিক ফ্রন্টের নেতা মামুন বেপারী, ছাত্র ফ্রন্ট নেতা অমৃত মোহন্ত, চা শ্রমিক নেতা সুরঞ্জিত মোদি, প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ‘চা শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। বর্তমানে চালের মূল্য যখন ৪৫ টাকা কেজি তখন চা শ্রমিকদের মজুরি মাত্র ৮৫ টাকা। ’ বক্তারা অবিলম্বে চা শ্রমিকদের মজুরি দৈনিক ৩০০ টাকা করা এবং চা বাগানগুলোতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণের দাবি জানান।
এর আগে সকালে চা শ্রমিক ফেডারেশনের উদ্যোগে সিলেটের তারাপুর চা বাগানের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *