নোয়াখালীতে সড়ক দ্রুত সংস্কারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করছে পরিবহন শ্রমিকরা। আজ রবিবার ভোর থেকে নোয়াখালীর রামগঞ্জ থেকে- সোনাইমুড়ী পর্যন্ত সড়ক বন্ধ করে আন্দোলন শুরু করে বাস মালিক ও শ্রমিকরা।
এ সময় তারা বাংলাবাজার-নদনা এলাকায় বিক্ষোভ করে ও বিভিন্ন স্লোগান দেয়। এ অঞ্চল থেকে দূরপাল্লার ও লোকাল বাস ছেড়ে যায়নি।
এদিকে উক্ত সড়কে চলাচলরত যাত্রীরা হঠাৎ অবরোধের কারণে চরম বিপাকে পড়ে। এ অঞ্চলের ঢাকা, চট্রগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে বাস চলাচল না করায় জনগণ দুর্ভোগে পড়েছে। পাশাপাশি নোয়াখালীর আঞ্চলিক এলাকায় কোন বাস চলাচল না করায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে।
বৃহত্তর বাস মালিক সমিতির সোনাইমুড়ী শাখা সভাপতি মাহফুজুর রহমান ভিপি বাহার জানান, সোনাইমুড়ী রামগঞ্জ সড়কে রাস্তায় বিশাল বিশাল গর্তের কারণে একবার গাড়ি রামগঞ্জ থেকে ছেড়ে গেলে সেই গাড়ি পরদিন মেরামত করতে হয়। এসড়কে প্রতিদিনই কয়েকটি গাড়ি দুর্ঘটনায় পতিত হচ্ছে। সড়কের গর্তগুলো ভরাটের জন্য কোন ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সড়ক সংস্কার না হওয়া পর্যন্ত এ ধর্মঘট অনর্দিষ্টকাল চলবে।