সাভারে ঢাকা ইপিজেডের সামনের সড়কে দুর্ঘটনায় এক পোশাক শ্রকিকের মৃত্যুর পর বাস ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে শ্রমিকরা। আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ইপিজেড পুরাতন জোনের ফটকের সামনে এ ঘটনার পর শ্রমিকদের বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
আশুলিয়া থানার ওসি শেখ বদরুল আলম জানান, নিহত মুক্তা (২৭) কোরিয়ান মালিকানাধীন ইয়াংওয়ান গার্মেন্টের অপারেটর ছিলেন। ওই কারখানার শ্রমিকদের বহনকারী একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এরপর ইপিজেডের বিক্ষুব্ধ শ্রমিকরা প্রথমে বাসটিতে ভাংচুর চালায় এবং পরে আগুন দেয়। তবে কাছেই থাকা ফায়ার ব্রিগেড স্টেশনের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। ভাংচুরের সময় ঢিলের আঘাতে বাসে থাকা কয়েকজন শ্রমিক আহত হন বলে জানান ওসি।
শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কে চলাচল বন্ধ হয়ে গেলে দুই দিকে যানজটের সৃষ্টি হয়। পুলিশ এসে শ্রমিকদের সরিয়ে দিলে সকাল ৮টার দিকে যান চলাচল আবার স্বাভাবিক হয় বলে বদরুল আলম জানান।