জমজম কুপের পানি পৃথিবীর সবচেয়ে পবিত্র ও নিরাপদ পানি। এই কুপটি তৈরিতে রয়েছে আল্লাহ সুবানাতায়ালার অসীম কুদরত। সারা বিশ্বে মুসলিমদের কাছে পবিত্র জমজমের পানি। সৌদি গেজেট বলছে রমজান মাস উপলক্ষ্যে প্রতিদিন জমজমের পানির ১০০টি নমুনা পরীক্ষা করা হচ্ছে।
দর্শনার্থী ও হাজীরা মক্কার পবিত্র মসজিদুল হারামে (কাবা শরিফ) নামাজ আদায় করতে এসে জমজমের পানি পান করেন।তাদের পানের জন্য এ পানি নিরাপদ এবং জীবানুমুক্ত কি না- তা নিশ্চিত করতেই প্রতিদিন এ পরীক্ষা করা হচ্ছে। যদিও এই পানি সৃষ্টি থেকে নিরাপদ ও বিশুদ্ধ। সৌদির যেসব জায়গায় জমজমের পানি পাওয়া যায় সব জায়গা থেকে এসব নমুনা সংগ্রহ করা হচ্ছে ।
জানা গেছে, মক্কায় ৬৬০টি স্থানে জমজমের পানি পানের ব্যবস্থা আছে। এছাড়া ২৫ হাজার কনটেইনারে করে জমজমের পানি বিভিন্ন জায়গায় সরবরাহ করা হয়। মসজিদুল হারামের ভেতরে ৩৫২টি স্টেইনলেস স্টিলের ট্যাংকে পবিত্র এ পানি সংরক্ষণ করা হয়।