‘নতুন নতুন শিল্প কারখানা স্থাপনে উৎসাহ দেওয়া হবে’

Slider জাতীয়

221945_bangladesh_pratidin_chabd

দেশে নতুন নতুন শিল্প কারখানা স্থাপনে উৎসাহ দেওয়া হবে বলে জানিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেছেন, বিনিয়োগ বাড়াতে আগামী বাজেটে কিছু পদক্ষেপ নেওয়া হবে। পোশাকখাত দেশের রফতানি আয়ের প্রধান উৎস। এই খাতে বৈচিত্র্য বাড়ানোর উদ্যোগ নেয়া হবে। বিনিয়োগ বাড়াতে দেশে নতুন নতুন শিল্প কারখানা স্থাপনের উৎসাহ দেওয়া হবে।

আজ রাজধানীর একটি অভিজাত হোটেলে বাংলাদেশ লংটার্ম ফাইন্যান্স কনফারেন্স-২০১৮ শীর্ষক আলোচনায় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের পুঁজিবাজার খুবই ছোট। জিডিপিতে এর অবদান কম। দেশের বিনিয়োগের অন্যতম মাধ্যম হতে পারে পুঁজিবাজার। তবে তার জন্য পুঁজিবাজারের সঙ্গে সংশ্লিষ্ট রেগুলেটরি প্রতিষ্ঠানগুলোকে সমন্বয় করে সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান তিনি।

অর্থমন্ত্রণালয়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বিশ্বব্যাংক আয়োজিত সেমিনানের আরও বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. ইউনুসুর রহমান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *