পবিত্র মাহে রমজানে নাগরিক জীবনের নিরাপত্তা বিধান ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ নিরাপত্তা পরামর্শ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। পাশাপাশি নগরবাসীর আন্তরিক সহযোগিতা চেয়েছে ডিএমপি।
পবিত্র রমজান মাসে বিশেষ নিরাপত্তা পরামর্শঃ
০১. রমজান উপলক্ষে বাসা/বাড়িতে গৃহকর্মী নিযুক্ত করলে তাদের প্রতি বিশেষ নজর রাখুন। তাদের ছবি ও জীবন বৃত্তান্ত নিকটস্থ থানায় জমা দিন।
০২. সেহরিতে ঘুম থেকে জাগানোর অজুহাতে অপরিচিত/দুস্কৃতিকারী কেউ যেন বাসায় প্রবেশ না করে তা নিশ্চিত করুন ।
০৩. ফুটপাতে এবং উন্মক্ত হোটেলে ইফতার করা পরিহার করুন।
০৪. অপরিচিত ব্যক্তি কর্তৃক প্রদত্ত খাদ্য গ্রহণে সতর্ক থাকুন ।
০৫. বাসার বাইরে ডাব কিংবা বোতলজাত পানীয় পান করার ক্ষেত্রে সতর্ক থাকুন। কারণ অপরাধীরা এ সকল পানীয়তে ঘুমের কিংবা নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে আপনাকে বিপদগ্রস্ত করতে পারে ।
০৬. শেষরাতে খাদ্য গরম করার উদ্দেশ্যে গ্যাস চুলা জ্বালিয়ে রাখবেন না। এতে রাতে অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে ।
০৭. কর্মস্থল হতে বাসায় ফেরার জন্য তাড়াহুড়া করে কিংবা ঝুঁকিপূর্ণ অবস্থায় বাসে উঠবেন না।
০৮. আপনার এলাকার সংশ্লিষ্ট পুলিশ এবং অন্যান্য জরুরী সেবাপ্রদানকারী সংস্থার ফোন নম্বর সংরক্ষণ করুন এবং প্রয়োজনে দ্রুত তাদের সাথে যোগাযোগ করুন।
জরুরী প্রয়োজনেঃ
জাতীয় জরুরী সেবা- ৯৯৯, পুলিশ কন্ট্রোল রুমঃ ০১৭১৩-৩৯৮৩১১, ৯৫৫৯৯৩৩, ৯৫৫১১৮৮, ৯৫১৪৪০০। ট্রাফিক কন্ট্রোল রুমঃ ০১৭১১-০০০৯৯০, ০১৭০৭-৮০৬১১১, ০১৭০৭-৮০৬২২২, ০১৭০৭-৮০৬৮৮৮। ডিবি কন্ট্রোল রুমঃ ০২-৯৩৬২৬৪০, ২২৬৭০ (ডিএমপি)। এবং ডিএমপি মিডিয়া সেন্টারঃ ০১৭১৩-৩৯৮৭৫৬-৭।