ব্রিটিশ প্রিন্স হ্যারির বিয়েতে গাইবেন তার মা প্রয়াত প্রিন্সেস ডায়ানার বন্ধু ও দেশটির জনপ্রিয় সঙ্গীত তারকা এলটন জন। তিনি ডায়ানার খুব কাছের একজন ছিলেন এবং দাতব্য প্রতিষ্ঠানের হয়ে একসঙ্গে কাজও করেছেন তারা। ডায়ানার শেষকৃত্য অনুষ্ঠানেও গেয়েছিলেন তিনি।
ডায়ানার সঙ্গে এলটন জন
শনিবার সাবেক হলিউড অভিনেত্রী মেগান মের্কেলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন হ্যারি। এর মধ্যে রাণী দ্বিতীয় এলিজাবেথের আনুষ্ঠানিক অনুমতিও পেয়ে গেছেন তিনি। তবে রাজকীয় এই বিয়েতে কোনো রাজনৈতিক নেতাকে আমন্ত্রণ জানানো হয়নি। তার মানে দাঁড়ায়, রাজকীয় এই বিয়েতে ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে’রও উপস্থিত থাকার সম্ভাবনা নেই।
হ্যারির সঙ্গে হাত মেলাচ্ছেন জন, সঙ্গে ব্রিটিশ প্রিন্স উইলিয়াম
হ্যারি ব্রিটিশ সিংহাসনের সরাসরি উত্তরাধিকারী নন, সেজন্য রাজনৈতিক ব্যক্তিবর্গকে আমন্ত্রণ জানানো হয়নি। সূত্র: এক্সপ্রেস ইউকে