রাজবাড়ী: জাতিয় মহিলা সংস্থা রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে বুধবার বেলা ১১ টায় রাজবাড়ী জেলা শাখা অফিসে অনুষ্ঠিত হয় এই মতবিরোধ সভা।
মহিলা সংস্থা পরিচালিত নগর ভিত্তিক প্রান্তিক মহিলা উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়ে) রাজবাড়ী নতুন (৪র্থ) ব্যাচের প্রশিক্ষণার্থীদের সাথে এ মতবিনিময় সভার প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী(কারিগরি ও মাদ্রাসা বিভাগ) আলহাজ্ব কাজী কেরামত আলী এমপি রাজবাড়ী-১।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি,সভাপতিত্ব করেন জাতিয় মহিলা সংস্থা রাজবাড়ী শাখার চেয়ারম্যান মিসেস তানিয়া সুলতানা কংকন,অনুষ্টান সঞ্চালনায় ছিলেন অধ্যাপক গোলাম মস্তফা চৌধুরী রন্টু।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন দেশ এগিয়ে যাচ্ছে এই এগিয়ে যাওয়ার পেছনে নারীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের প্রধান একজন নারী,স্পিকার একজন নারী। সুতরাং দেশকে এগিয়ে নিতে নারীদের এগিয়ে আসতে হবে। আগামীতে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দেওয়ার জন্য আহবান জানান মন্ত্রী। এ সময় তিনি প্রশিক্ষণার্থীদের মাঝে অন্তত ২৫ টি সিঙ্গার সেলাই মেশিন প্রদান করবেন বলেও আশ্বাস দেন।