গাজীপুর: কালিয়াকৈরে ইভটিজিং করার অভিযোগ দুই যুবককে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
গাজীপুর জেলা প্রশাসন সূত্রে জানা যায়, মধ্যাহ্ন বিরতি শেষে স্কুলে ফেরার পথে কালিয়াকৈর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী জয়িতার (ছদ্মনাম) হাত ধরে টানাটানি করে একটি গলির ভিতরে নিয়ে যায় বখাটে রনি আর হরিপদ। এসময় সাথে থাকা এক সহপাঠি দৌড়ে বিদ্যালয়ে খবর দেয়। পরে সাথে সাথে বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে একটি ঘরের ভেতর থেকে মেয়েটিকে উদ্ধার করে।
ইতোমধ্যে ঘটনাস্থলে কালিয়াকৈর উপজেলার নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম হাজির হন।মোবাইল কোর্ট আইন ২০০৯ এর দন্ডবিধি ১৮৬০ এর ৩৫৪ ধারা মোতাবেক নারীর শ্লীলতাহানীর চেষ্টার ঘটনায় মোঃ রনি সিকদার(২১), পিতা, মোঃ জাফর সিকদার, গ্রাম শিমুলতলী, কালিয়কৈর,গাজীপুর-কে দেড় বছর বিনাশ্রম কারাদণ্ড এবং পলাশ গোস্বামী (২০), পিতা,হরিপদ গোস্বামী, গ্রামঃ শিমুলতলী,কালিয়াকৈর,গাজীপুর-কে এক বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।