ভারতের বাজারে আসছে বিশ্বের সবথেকে পাতলা স্মার্টফোন। চিনা মোবাইল ফোন তৈরি কারি সংস্থা ভিভা এই ফোন আনছে বলে জানা গেছে। তারা সর্বপ্রথম বাজারে আনছে তাদের X5Max মডেলটি। নয়া X5Max স্মার্টফোনটি বিশ্বের সবথেকে পাতলা স্মার্টফোন বলে সংস্থার তরফে দাবি করা হয়েছে। জানা গেছে তাদের X5Max এই ফোনটি ৪.৭৫ মি.মি পুরু। এছাড়াও, ডুয়েল সিমের এই নতুন স্মার্টফোনের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ৪.৪ কিটক্যাট ভার্সনের।
এছাড়াও ফোনটিতে আছে 1.7GHz প্রসেসর এবং ২ জিবি র্যাম। নয়া এই স্মার্টফোনে আছে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফোনটির ইন্টারনাল মেমরি ১৬ জিবি। যা বাড়ানো যাবে ৬৪ জিবি পর্যন্ত। ৫.৫ ইঞ্চি এইচডি ডিসপ্লের এই ফোনটি ভারতে বাজারে দাম কত হবে তা সংস্থার তরফে এখনও জানানো হয় নি। চলতি মাসের ১৫ তারিখ থেকে পাওয়া যাবে নতুন এই ফোনটি। প্রসঙ্গত, এর আগেই আর এক চিনা সংস্থা জিয়োমি ভারতের বাজারে তাদের স্মার্টফোন বিক্রি শুরু করেছিল।