ভালুকায় কারখানা থেকে ফিরে নারীর আত্মহত্যা

Slider নারী ও শিশু

090110_bangladesh_pratidin_sucide

ময়মনসিংহের ভালুকায় উপজেলায় লাভলি আক্তার (২৩) নামের এক নারী শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৯টায় উপজেলার মাস্টারবাড়ি এলাকা থেকে লাভলির লাশ উদ্ধার করা হয়।

ভালুকা মডেল থানার এসআই হারুন-অর-রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাভলি মাস্টারবাড়ির একটি গার্মেন্টস্ এর নারী শ্রমিক হিসেবে কাজ করতেন। ময়মনসিংহের গৌরিপুর উপজেলার ওয়াহিদুল ইসলাম তার স্বামী। লাভলি দুপুরে মিল থেকে এসে ঘরের ভিতর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরুজ তালুকদার জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *