ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার হায়দরনগরে সম্প্রতি গরুর ঘাস কাটাকে কেন্দ্র করে বয়োবৃদ্ধ মালু মিয়াকে (৭৪) পিটিয়ে হত্যার ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ। আজ (মঙ্গলবার) ওই দুই এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার ( নবীনগর সার্কেল) চিত্ত রঞ্জন পাল এবং বাঞ্ছারামপুর মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিনের জানান, বাঞ্ছারামপুর থানার একটি বিশেষ টিম মালু মিয়াকে খুনের মামলায় এজাহারভুক্ত পলাতক আসামি মো. জামির হোসেন ও আবু তাহেরকে কুমিল্লার মুরাদনগর ও বাঙ্গুরা বাজার থানা এলাকা হতে গ্রেফতার করে।
নিহত মালু মিয়ার ছেলে গিয়াসউদ্দিন বলেন, ‘এই প্রথম দু’জন আসামি গ্রেফতার হওয়ায় আমি খুশী। কিন্তু মূল ও প্রধান আসামি সবাইকে গ্রেফতার ও বিচার দাবি করছি’।