শারমিন সরকার
ব্যুারো চীফ
শ্রীপুর অফিস : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার নয়নপুরে বাসা-সিএনজি-পিকআপের মুখোমুখি সংঘর্ষ ঘটনাস্থলে একজন নিহত ও ২জন আহত হওয়ার প্রতিবাদে জনতা মহাসড়ক অবরোধ করার এক ঘন্টা পর সন্ধ্যা সাড়ে ৭টায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।
রোববার(৭ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৬টায় ওই দূর্ঘটনা ঘটে। সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখেন স্থানীয় জনতা। এসময় তার এনা পরিবহনের ৪টি বাস সহ ৮/১০টি গাড়ি ভাংচূর করেন।
নিহতের নাম হুমায়ূন কবির(৩০)। পিতার নাম কাজিম উদ্দিন। বাড়ি স্থানীয় জৈনা বাজার এলাকায়। আহত বাকী দুই জনের নাম জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, নয়নপুর ডিবিএল কারখানার সামনে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এনা পরিবহনের একটি বাস ও বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ওভারটেক করতে গিয়ে একটি পিকআপের সঙ্গেও সংঘর্ষ লেগে যায়। এতে ঘটনাস্থলে সিএনজির ৩ যাত্রী গুরুতর আহত হয়। এদের মধ্যে হুমায়ূন কবির কয়েক মিনিটের মধ্যেই মারা যায়।
সূত্র জানায়, মহাসড়কে যানবাহনের ত্রিমুখী সংঘর্ষে হতাহতের পর স্থানীয় জনতা উত্তেজিত হয়ে বেপরোয়াভাবে যানবাহন ভাংচূর শুরু করেন। ফলে মহাসড়ক বন্ধ হয়ে যায়।
সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে অবরোধ প্রত্যাহারের চেষ্টা করে। এক পর্যায়ে হত্যাকান্ডের সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে জনতা মহাসড়ক থেকে চলে যায়।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সানোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পৌনে ৮টায় এই রিপোর্ট লেখার সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সড়কে যান চলাচল স্বাভাবি হয়।