ব্যাপক অভিযোগের মধ্যে খুলনায় ভোটগ্রহণ শেষ, গণনা শুরু

Slider টপ নিউজ

117502_evm

খুলনা: ব্যাপক অনিয়ম, জাল ভোট ও কেন্দ্র দখলের অভিযোগের মধ্যে শেষ হয়েছে খুলনা সিটি করপোরেশন নির্বাচন। এখন চলছে ভোট গণনা।

মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। বিএনপি অভিযোগ করেছে অন্তত ৪০টি কেন্দ্র দখল করে নৌকার পক্ষে ভোট দেয়া হয়েছে। দখল ও জাল ভোট দেয়ার কারণে তিনটি কেন্দ্রে ভোট স্থগিত রেখেছে নির্বাচন কমিশন। দিনভর কেন্দ্র দখল ও জাল ভোট দেয়ার অভিযোগ এলেও নির্বাচন কমিশন দাবি করেছে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে।

নির্বাচন চলাকালে কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেয়া, মারধর ও নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের অভিযোগ করেছেন বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। যদিও নির্বাচন শান্তিপূর্ণ দাবি করেছেন আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আবদুল খালেক। আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে নির্বাচনে ভরাডুবি জেনে বিএনপি অভিযোগ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *