বান্দরবানের লামায় ক্রেতা সেজে ফাঁদ পেতে ১৮৫ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় লামা বাজারের ছোট নুনারবিল মার্মা পাড়ার সামনের রুপন দাশের পান দোকান ও স্বপন বাবুর চায়ের দোকান হতে তাদের আটক করা হয়। আটককৃতরা হল, রুপন দাশ (৩৫), মো. আইয়ুব (২৮) ও মো. ফরিদ (২৪)।
সরজমিনে গিয়ে জানা যায়, জনৈক পুলিশ সদস্য ক্রেতা সেজে ইয়াবা ক্রয় করতে আসে। পাইকারী ইয়াবা বিক্রেতা মো. আইয়ুব ও মো. ফরিদ লামা বাজারের ছোট নুনার বিল মার্মা পাড়ার সামনে স্বপন বাবুর চায়ের দোকানে ইয়াবা হস্তান্তর করতে আসলে আগে থকে উৎপেতে থাকা লামা থানা পুলিশের চৌকস অফিসার কৃষ্ণ কুমার দাশ সঙ্গীয় পুলিশ সদস্যরা ১৭৭ পিচ ইয়াবা সহ তাদের আটক করে।
এসময় পাশের রুপন দাশের পান দোকানে তল্লাশী চালিয়ে আরো ৮পিচ ইয়াবা আটক করে। এছাড়া ইয়াবা সেবনের উপকরণ পয়েল পেপার, ৩ পুরিন্দা গাঁজা ও রুপন দাশের দোকানে পিছন থেকে পাচারের জন্য রাখা ১টি ময়না পাখি জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা বলেন, আটক ৩ জনকে থানা হেফাজতে রাখা হয়েছে। লামাকে মাদক মুক্ত করতে পরিকল্পনা নিয়ে কাজ করছে লামা থানা পুলিশ।