বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে ইভ টিজিং বন্ধের দাবিতে এবং ‘ছাত্রলীগকে ধ্বংসের অপরাজনীতি’র প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
রোববার বেলা একটার দিকে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে সপ্তাহব্যাপী ‘ক্লিন ক্যাম্পাস, সেফ ক্যাম্পাস’কর্মসূচির অংশ হিসেবে ওই মানববন্ধন আয়োজিত হয়।
বাকৃবি শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অর্পি হাওলাদারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হারুন-অর-রশিদ, ছাত্রলীগের সহসভাপতি ওয়াহাব রিন্টু, বিজয় বর্মন, ফারুখ হোসেন, যুগ্ম সম্পাদক ওবায়দুল ইসলাম অপু, খন্দকার তায়েফ রিয়াদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশব্যাপী ছাত্রলীগের রাজনীতি ধ্বংস করার জন্য বিভিন্ন মহল থেকে অপপ্রচার ও ষড়যন্ত্র চালানো হচ্ছে। সব ধরনের অপপ্রচার ও ষড়যন্ত্র প্রতিহত করতে ছাত্রলীগের প্রতিটি কর্মীকে সর্তক থাকার পরামর্শ দেন তিনি।