ঢাকা: আগের তপসিল ঠিক রেখে নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঈদের পর ২৬ জুন অনুষ্ঠিত হবে গাসিক নির্বাচন। ১৮ জুন থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু।
আজ রোববার বিকেলে কমিশন সভায় এ তারিখ নির্ধারণ করা হয়। বৈঠক শেষে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এ তথ্য জানান। উল্লেখ্য, তফসিল অনুযায়ী আগামী ১৫ মে গাজীপুর সিটি করপোরেশনে ভোট গ্রহণের দিন ছিল। কিন্তু, এক রিট আবেদনের পর হাইকোর্ট এই নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেন।
পরে আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম, বিএনপির প্রার্থী হাসান উদ্দিন সরকার এবং নির্বাচন কমিশন (ইসি) এই আদেশের বিরুদ্ধে আপিল করেন। বৃহস্পতিবার সেই তিনটি আপিলের শুনানি শেষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্টের আদেশ স্থগিত করে আগামী ২৮ জুনের মধ্যে ইসিকে নির্বাচন করার আদেশ দিয়েছেন।