মানবতাবিরোধী অপরাধের মতো গুম-খুনের বিচার হবে

রাজনীতি

nkবিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “৫ জানুয়ারির নির্বাচনের আগের আন্দোলনের সময় থেকে বিরোধী দলের যেসব নেতাকর্মীকে গুম ও হত্যা করা হয়েছে, এতে জড়িতদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার করা হবে।”

রোববার বিকালে নয়াপল্টনের ভাসানী ভবনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সবুজবাগ থানা ছাত্রদলের দুজন নেতার গুম হওয়ার এক বছর পূর্তি ও ওই দুই নেতার সন্ধানের দাবিতে এ কর্মসূচি পালন করে সবুজবাগ থানা ছাত্রদল।

ফখরুল অভিযোগ করেন, “নির্বাচনের আগে যখন সরকারবিরোধী আন্দোলন দানা বেঁধে উঠছিল, তখন সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গুম ও হত্যা করেছে।” তিনি বলেন, “১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধের জন্য এখন যেভাবে বিচার করা হচ্ছে, সরকারবিরোধী আন্দোলনে বিজয়ের পর এই গুম-খুনের ঘটনায় জড়িতদের বিচারও সেভাবে করা হবে।”

নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে ফখরুল বলেন, “জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য বর্তমান সরকারকে টেনেহিঁচড়ে নামানো হবে। বিভেদ ভুলে সবাই রাজপথে নামুন। জনগণের সরকার এলে গুম- খুনের ঘটনায় জড়িতদের বিচার হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *