পিরোজপুরের ভাণ্ডারিয়ায় এক স্কুলছাত্রীকে যৌন হয়রানির দায়ে রফিকুল হাওলাদার(৩৮) নামে এক বখাটেকে এক মাস ও মাদক সেবনের দায়ে মো. নূর আলম খান (২৮)নামে এক বখাটেকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ রবিবার দুপুরে ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী মাহবুবুর রশীদ এ কারাদণ্ডাদেশ দেন।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, ভাণ্ডারিয়ার শিয়ালকাঠি আশ্রয়নে আশ্রিত শহরের একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীকে (১৩) গত কয়েকদিন ধরে উত্যক্ত করে আসছিল বখাটে রফিকুল। আজ রবিবার সকালে বখাটে রফিকুল মেয়েটিকে ঘরে একা পেয়ে যৌন হয়রানি শুরু করে তার শ্লীলতাহানির চেষ্টা চালায়। বিষয়টি স্থানীয়রা থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বখাটে রফিকুলকে আটক করে। অপরদিকে পুলিশ গোপনে সংবাদ পেয়ে উপজেলার ডাক্তার হাটে বখাটে নূর আলমকে মাদক সেবনরত অবস্থায় আটক করে। আজ রবিবার দুপুরে পুলিশ আটককৃত দুই বখাটেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী মাহবুবুর রশীদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত যৌন হয়রানির দায়ে রফিকুলকে এক মাস ও মাদক সেবনের দায়ে নূর আলমকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়। দণ্ডিত রফিকুল উপজেলার পূর্ব ভাণ্ডারিয়া গ্রামের মো. রশীদ হাওলাদারের ছেলে ও নূর আলম উপজেলার গৌরিপুর গ্রামের মো. কাওসার খানের ছেলে।
এ ব্যাপারে ভাণ্ডারিয়া থানার ওসি মো. মতিউর রহমান জানান, দণ্ডিত দুই বখাটেকে কারাগারে পাঠানো হয়েছে।