সিএনএনের দেওয়া তথ্য অনুযায়ী, ২০তম জন্মদিন উপলক্ষে সনি নিয়ে এসেছে প্লেস্টেশন ফোরের বিশেষ সংস্করণ। সীমিত সংখ্যার এই বিশেষ সংস্করণের ডিভাইসগুলোর রং হবে প্রথম প্লেস্টেশনের মতো ধূসর। থাকবে ঐতিহ্যবাহী চাররঙা লোগো।
এ প্রসঙ্গে সনি কম্পিউটার এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ডওয়াইড স্টুডিওর প্রেসিডেন্ট সুহেই ইয়োশিদা প্লেস্টেশন ব্লগের এক পোস্টে লেখেন, “নব্বই দশকের মাঝামাঝি সময়টা ছিল গেইম নির্মাতাদের জন্য উত্তেজনাপূর্ণ একটি সময়। কম দামি থ্রিডি গ্রাফিক্স রেন্ডারিং হার্ডওয়ারের কল্যাণে জন্ম নিয়েছিল বহু স্টুডিও। রোমাঞ্চকর সব অভিযান আর আবিষ্কারের নেশাকে বাস্তব রূপ দেওয়াই ছিল প্লে-স্টেশনের উদ্দেশ্য।”
১৯৯৪ সালে বাজারে অভিষেকের প্রথম সপ্তাহে বিক্রি হয়েছিল ১ লাখ প্লেস্টেশন কনসোল। ছয় মাসের মধ্যে যা ১০ লাখ ছাড়ায়।প্লেস্টেশন ব্লগের এক ভিডিও অনুযায়ী, ২০ বছরপূর্তি উপলক্ষে মোট ১২,৩০০ বিশেষ সংস্করণের প্লেস্টেশন ফোর ডিভাইস বাজারজাত করবে সনি। প্রি-অর্ডার নেওয়া শুরু হয়েছে শনিবার থেকে।