লঞ্চপ্যাড থেকে কক্ষপথ, মহাকাশে এখন বাংলাদেশ

Slider টপ নিউজ

32231280_2035834499999320_6303890591746883584_n
ঢাকা:অবশেষে স্যাটেলাইট যুগে প্রবেশ করলো বাংলাদেশ। শুক্রবার দিবাহত রাত বাংলাদেশ সময় ২টা ১৪ মিনিটে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারের লঞ্চপ্যাড থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সফল উৎক্ষেপন করা হয়। যুক্তরাষ্ট্রের বেসরকারি মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্স-এর অত্যাধুনিক ফ্যালকন-৯ ব্লক-৫ রকেটে চেপে শুরু হয় স্বপ্নযাত্রা।

এরপর ৩৩ মিনিট পর ২টা ৪৭ মিনিটে কক্ষপথে পৌঁছায় লাল-সবুজের প্রথম স্যাটেলাইট। এর মধ্য দিয়ে ৫৭তম দেশ হিসেবে স্যাটেলাইট সমৃদ্ধ দেশগুলোর অভিজাত তালিকায় স্থান করে নিলো বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *