বাংলাদেশ ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলনে বয়সসীমা ২৮ হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফলে এর বেশি বয়সী প্রার্থীরা বাদ পড়েছেন ছাত্রলীগের নেতৃত্বের দৌঁড়ে।
প্রধানমন্ত্রীর ঘোষণার পর শুক্রবার রাতে সংগঠনের ২৯তম সম্মেলনের জন্য গঠিত নির্বাচন কমিশন বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে। এতে প্রথমে সভাপতি পদপ্রার্থী ৬৬ জন ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী ১৬৯ জনের নাম প্রকাশ করা হয়। পরবর্তীতে প্রার্থীদের তালিকা সংশোধন করে আরও দুইজন সভাপতি ও দুইজন সাধারণ সম্পাদকের নাম প্রকাশ করা হয়।
এদিকে, এক নোটিশে বাদ পড়া পদপ্রত্যাশীদের কারো সুনির্দিষ্ট অভিযোগ থাকলে সকাল ১০টার মধ্যে নির্বাচন কমিশনের সঙ্গে মনোনয়ন ফরমের অনুলিপি নিয়ে যোগাযোগ করতে বলা হয়েছে।
সম্মেলনের প্রার্থী সংক্রান্ত প্রতিটি তালিকায়ই সাক্ষর রয়েছে প্রধান নির্বাচন কমিশনার আরিফুর রহমান লিমন, নির্বাচন কমিশনার নওশাদ উদ্দিন সুজন ও সাকিব হাসান সুইমের।