ক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে কানেকটিভিটি বাড়াতে ভুটানের সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করলেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। রোববার (৭ ডিসেম্বর) বিকালে বঙ্গভবনে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে বৈঠককালে এ আহবান জানান রাষ্ট্রপতি।
বৈঠককালে রাষ্ট্রপতি এ অঞ্চলের যোগাযোগ জোরদার ও জলবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে ভুটানের সক্রিয় সহযোগিতাও কামনা করেন। তিনি আশা প্রকাশ করে বলেন, এর ফলে আর্থ-সামাজিক ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে ।
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভুটানের দ্রুত স্বীকৃতি আমাদের জয়ের পথে নিতে দারুণভাবে অনুপ্রাণিত করেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে তিনদিনের সফরে শনিবার (৬ ডিসেম্বর) ঢাকায় এসেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।