তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রখ্যাত অভিনেতা খলিল উল্লাহ খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
মন্ত্রী আজ এক শোকবার্তায় বলেন, বাংলাদেশের চলচ্চিত্র ও নাটকের একজন শক্তিমান অভিনেতা হিসেবে খলিল উল্লাহ খান স্মরণীয় হয়ে থাকবেন। অভিনয় শিল্পে তার দক্ষতা, একাগ্রতা ও মেধা পরবর্তী প্রজন্মের শিল্পীদের জন্য অনুপ্রেরণা।
অভিনেতা খলিল উল্লাহ খান চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার সকালে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)।
মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার পরিবারের শোকসন্তুপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
অপর এক শোকবার্তায় তথ্য সচিব মরতুজা আহমদ বিশিষ্ট অভিনেতা খলিল উল্লাাহ খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
সচিব আজ এক শোকবার্তায় বলেন, চলচ্চিত্র ও নাটকের অভিনয় অঙ্গনের একজন দক্ষ ও মেধাবী অভিনেতা হিসেবে খলিল উল্লাহ খান স্মরণীয় হয়ে থাকবেন।
চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক ও তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম হারুন-অর রশীদ তার পৃথক এক শোকবার্তায় অভিনেতা খলিল উল্লাহ খানের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন।
তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার পরিবারের শোকসন্তুপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।