নেত্রকোনায় শহরের উপর দিয়ে শুক্রবার সকালে শিলাবৃষ্টিসহ ঝড় বয়ে গেছে। ঝড়ে গাছের নিচে পড়ে আব্দুল মালেক নামের একজন বৃদ্ধ নিহত হয়েছেন। এছাড়া গাছাপালা ও টিনের নিচে পড়ে আহত হয়েছেন প্রায় দেড় শতাধিক নারী-পুরুষ।
এতে অসংখ্য গাছপালা সহ প্রায় তিন শতাধিক কাঁচা বাড়িঘর লন্ডভন্ড হয়। জেলা কৃষি সম্প্রসারণ সূত্র জানায়, ২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়। প্রায় ঘন্টাব্যাপী চলা শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
নিহত আব্দুল মালেকের বাড়ি আমতলা গ্রামে। এছাড়া ঝড়ে আহতরা নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।