‘যারা বিজ্ঞান জানে না, তারা জীবন উপভোগ করতে পারে না’

Slider তথ্যপ্রযুক্তি

215448_bangladesh_pratidin_Sylhet_Pic_(Noble)_10.05_.18_(3)_

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, বিজ্ঞান নিয়ে গবেষণা করার মত আনন্দ অন্য কোথাও নেই। যারা বিজ্ঞান জানে না, তারা জীবনকে উপভোগ করতে পারে না। জ্ঞান অর্জন শুধু মুখস্থবিদ্যার মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না, বিশ্লেষণ ক্ষমতাকে ব্যবহার করে নিজেদের জানার পরিধি বাড়াতে হবে। এজন্য বেশি বেশি বই পড়ার বিকল্প নেই। এর মাধ্যমে শিক্ষার্থীদের কল্পনা করার শক্তিও বৃদ্ধি পাবে। শিক্ষকদেরকেও শিক্ষার্থীদের মন-মানসিকতা বুঝে পাঠদান করাতে হবে।

বৃহস্পতিবার সকালে সিলেট সরকারি টিচার্স ট্রেনিং কলেজের উদ্যোগে সেন্টার অব এক্সেলেন্স ইন সায়েন্স’র অধীনে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ চৌধুরী মামুন আকবর, শিক্ষাবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আরিফ হোসেন চৌধুরী, সিলেট মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান খান, আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ মুহাদ্দিস আহমেদ। এই বিজ্ঞান মেলায় সরকারি টিচার্স ট্রেনিং কলেজসহ সিলেট বিভাগের ৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *