২৮শে জুনের মধ্যে গাজীপুর সিটি নির্বাচনের নির্দেশ সুপ্রিমকোর্টের

Slider বাংলার আদালত

116767_sc

ঢাকা: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন ২৮শে জুনের মধ্যে করার নির্দেশ দিয়েছেন সুপ্রিমকোর্ট। আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ এ নির্দেশ দেন।

আদালতে বিএনপির পক্ষে রিট শুনানিতে অংশ নেন আইনজীবী জয়নুল আবেদীন। আওয়ামী লীগের পক্ষে ছিলেন, আইনজীবী শফিকুল ইসলাম বাবুল আর রিটকারীর পক্ষে অংশ নেন আইনজীবী রুকুন উদ্দিন মাহমুদ এবং নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন আইনজীবী ওমর ফারুক মোস্তফা।

আগামী ১৫ মে অনুষ্ঠেয় গাসিক নির্বাচন স্থগিত করে গত ৬ মে রুলসহ একটি আদেশ দেন হাইকোর্ট। সাভার উপজেলার আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ বি এম আজহারুল ইসলাম সুরুজের একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ওই স্থগিতাদেশ দেওয়া হয়।
গাজীপুর সিটি করপোরেশনে সাভারের শিমুলিয়া ইউনিয়নের ছয়টি মৌজা অন্তর্ভুক্ত করার বৈধতা নিয়ে রিটটি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *