স্টাফ করেসপন্ডেন্ট, গাজীপুর অফিস: আপিল বিভাগ কর্তৃক ২৮ জুনের মধ্যে গাসিক নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ দেয়ায় গাজীপুর জেলায় আনন্দ উল্লাস শুরু হযেছে। আওয়ামীলীগ ও বিএনপির সকল কার্যালয়ে নেতা-কর্মীরা জড়ো হচ্ছে। ঢাকা-ময়মনিসংহ মহাসড়কে মিছিল শুরু হয়েছে।
আজ বৃহসপতিবার একটু আগে আপিল বিভাগ ২৮ জুনের মধ্যে গাজীপুর সিটি নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেয়। এই ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে আনন্দে ফেটে পড়ছে গাজীপুরবাসী।
আদালত বলেছেন, ২৮ জুনের মধ্যে এই নির্বাচনের ভোটগ্রহণ করতে হবে।
আজ বৃহস্পতিবার দুপুরে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।
এর আগে সকালে শুনানি হয়। এতে নির্বাচন কমিশন, বিএনপি এবং আওয়ামী লীগের প্রার্থীদের আইনজীবীরা শুনানিতে অংশ নেন।
৬ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে আজ রোববার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।
শিমুলিয়া ইউনিয়নের ছয়টি মৌজা গাজীপুর সিটি করপোরেশনে অন্তর্ভুক্তের বৈধতা চ্যালেঞ্জ করে এবং নির্বাচনের তফসিল নিয়ে এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ বি এম আজহারুল ইসলাম রিটটি করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী বি এম ইলিয়াস কচি। নির্বাচন কমিশনের পক্ষে তৌহিদুল ইসলাম আর রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান ছিলেন।
নির্বাচন কমিশন-ঘোষিত তফসিল অনুযায়ী, গাজীপুর সিটি করপোরেশনে ১৫ মে নির্বাচন হওয়ার কথা ছিল। এই নির্বাচনের প্রচার জমেও উঠেছিল। এর মধ্যে আজ এই নির্বাচনে স্থগিতাদেশ দেন হাইকোর্ট।
অবশ্য নির্বাচন কমিশন বলছে, ১৫ মের পূ্র্ব নির্ধারিত সময় গাজীপুরে ভোটগ্রহন সম্ভব হবে না।