টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২০ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে। আজ সন্ধ্যায় কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে আব্দুর রহমান (২৬) নামের একজন মাদক ব্যবসায়ীকে আটক করে।
আটককৃত যুবক হচ্ছে, টেকনাফ বাহারছড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডস্থ নোয়াখালী পাড়ার মৃত হাজি সৈয়দ আহম্মদের ছেলে। তবে অভিযানকালে অপর আসামি মো. ছেবর আহম্মদ (৩৫) পালিয়ে যেতে সক্ষম হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের অধীন টেকনাফ সার্কেলের উপ-পরিদর্শক মো. নাসির উদ্দিন বাদী হয়ে আব্দুর রহমানকে (২৬) মূল আসামি এবং মো. ছেবর আহম্মদকে (৩৫) পলাতক দেখিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক টেকনাফ মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।
এ খবরের সত্যতা নিশ্চিত করেন কক্সবাজার কার্যালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহকারি পরিচালক সোমেন মন্ডল।