ঢাকা: ভোটার উপস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও আজকের নির্বাচনে প্রধানমন্ত্রী প্রার্থী ড. মাহাথির মোহাম্মদ। তিনি আজ স্থানীয় সময় সকাল ১০টা ৫৫ মিনিটে স্ত্রী ড. সিতি হাসমাহ’কে সঙ্গে নিয়ে কুয়ালা কেদাহ সংসদীয় আসনে ভোট দিতে যান এসকে তিতি গাজাহ ভোটকেন্দ্রে। সেখানেই তারা ভোট দেন। এ সময় তারা একই সঙ্গে আনাক বুকিত রাজ্য নির্বাচনেও ভোট দেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মাহাথির। এ খবর দিয়েছে মালয়েশিয়ার অনলাইন দ্য স্টার।
ভোট দিয়েই তিনি বেরিয়ে এসে বলেন, এখন পর্যন্ত খুব ভাল ভোট হচ্ছে। এমনকি লঙ্কাবিতেও। সকালের দিকে ভোটের গতি ধীর থাকলেও ভাল ভোট হচ্ছে। আমার মনে হয় দিন বাড়তে থাকার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে। অন্য রাজ্যগুলোতে মাহাথিরের বিরোধী জোট পাকাতান হারাপানের মেশিনারি বা কৌশল কতটা কাজে দেবে এ বিষয়ে জানতে চাওয়া হলে মাহাথির বলেন, এ বিষয়ে তিনি নিশ্চিত নন। তিনি বলেন, গত রাতে আমি টেলিভিশনে ভাষণ দিয়েছি। তা দেখেছেন দুই লাখেরও বেশি মানুষ। এ ছাড়া বিভিন্ন চ্যানেলের মাধ্যমে তা দেখেছেন আরো কমপক্ষে ৫০ লাখ মানুষ। তাই মনে হচ্ছে, ভোটাররা আগ্রহ দেখাবেন আমি যা বলেছি তার প্রতি। আমি আশা করি আমার কথায় তারা উজ্জীবিত হবেন।