শিশুদের ছয়টি সংক্রামক রোগ প্রতিরোধে সুশীল সমাজের ভূমিকা রাখার জন্য যাত্রা শুরু করেছে ইমিউনাইজেশন প্লাটফর্ম অব সিভিল সোসাইটি বাংলাদেশ (আইপিসিএসবি)।
রোববার (৭ ডিসেম্বর) সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশনের উদ্যোগে ও গাভি দ্য ভ্যাক্সিন অ্যালায়েন্সের সহায়তায় এর উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী মো. জাহিদ মালেক।
অনুষ্ঠানে বলা হয়, ইপিআই কার্যক্রমের মাধ্যমে ২০১৩ সালে ৮১ শতাংশ শিশুকে ভ্যালিড ইমিউনাইজেশন কভারেজের আওতায় আনা সম্ভব হয়েছে, যা ১৯৮৫ সালে ছিল মাত্র ২ শতাংশ।
এতে আরো বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশে সামাজিক উন্নয়ন কার্যক্রমে সিভিল সোসাইটির সম্পৃক্ততা অনেক দিনের । গাভি দ্য ভ্যাক্সিন এ্যালায়েন্স বর্তমানে অর্থ সহায়তার মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোতে টিকা গ্রহণ নিশ্চিত করতে সিভিল সোসাইটি প্রতিষ্ঠা করেছে।
বিশ্বের আরও ২৩টি দেশের মতোই গাভির অর্থায়নে ব্রেস্টফিডিং ফাউন্ডেশন বাংলাদেশে সর্বপ্রথম ইমিউনাইজেশন প্লাটফর্ম অব সিভিল সোসাইটি বাংলাদেশ(আইপিসিএসবি) গঠন করেছে। এর উদ্দেশ্য সরকার ও স্টেকহোল্ডারদের সমন্বেয়ে স্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিআরডি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর হোসেন, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রনালয়ের সচিব সৈয়দ মনজুরুল ইসলাম, কমিউনিটি ক্লিনিকের প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব ড. মাখদুমা নার্গিস প্রমুখ।
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. দীন মোহাম্মদ নুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশনের চেয়াম্যান ড. এসকে রায়।