কক্সবাজার শহরে ব্যাটারিচালিত ইজিবাইকের ওপর শতবর্ষী একটি গাছ পড়ে চালকসহ আরও তিন যাত্রী আহত হয়েছেন । এ ঘটনায় ইজিবাইক চালক ফয়সাল ছাড়া আর কারও নাম-পরিচয় জানা যায়নি। ফয়সাল কক্সবাজার পৌরসভার আলীর জাহাল হোসেনের ছেলে।
মঙ্গলবার দিবাগত রাতে কলাতলী রোড়ের জেলা প্রশাসক (ডিসি) বাংলো ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ফয়সালের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
কক্সবাজার সদর থানায় ওসি (অপারেশন) মাঈন উদ্দিন বলেন, আহতদের মধ্যে তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছে। তবে চালকের অবস্থা আশঙ্কাজনক। তিনি কক্সবাজার সদর হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কক্সবাজার ইন্সপেক্টর (অপারেশন) শাফায়েত হোসেন বলেন, দুর্ঘটনার সময় কক্সবাজারে বাতাসে বেগ ছিল না। মুষলধারে বৃষ্টিও হয়নি। গাছটির গোড়া থেকে আগে থেকেই মাটি সরে যাওয়ায় এমনটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। রাস্তা থেকে গাছটি সরিয়ে ফেলা হয়েছে।