সরকারি জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধে এবং অবৈধভাবে এসব জমির মালিকানার দাবিদারের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একইসঙ্গে অবৈধ স্থাপনা উচ্ছেদেরও সুপারিশ করা হয়।
মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩৭তম বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি রেজাউল করিম হীরা।
বৈঠকে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, মীর শওকাত আলী বাদশা এবং গাজী ম ম আমজাদ হোসেন মিলন অংশ নেন।
সংসদ সচিবালয় জানায়, বৈঠকে সংরক্ষিত বনগুলো সুরক্ষার জন্য তার চৌহদ্দি পাশে অবৈধ নিমার্ণ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
বৈঠকে ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. আবদুল জলিলসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।