সিলেটে বিমানবন্দর সড়ক সংলগ্ন মালনিছড়া চা বাগানে অবৈধভাবে টিলা কাটার অভিযোগে বাগানের মালিক রাগীব আলীকে নয় লাখ বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ পরিবেশ অধিদপ্তর এই জরিমানা করে। পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মোজাহিদুর রহমান এমন তথ্য জানিয়েছেন।
রাগীব আলী সিলেটের বিতর্কিত শিল্পপতি হিসেবে পরিচিত। সিলেটের তারাপুর চা বাগান দখল সংক্রান্ত মামলায় তিনি ও তাঁর ছেলে কারাভোগও করেছেন। বর্তমানে তাঁরা জামিনে রয়েছেন।
পরিবেশ অধিদপ্তর, সিলেটের সহকারি পরিচালক হাফিজুর রহমান বলেন, মালনিছড়া চা বাগানে টিলা কাটার প্রমাণ পাওয়ায় এ বিষয়ে ব্যবস্থা নিতে আমরা ঢাকা অফিসকে অবহিত করি। সেখানেই শুনানি শেষে এই জরিমানা করা হয়েছে।