খাদ্য মূল্যস্ফীতি বেড়েই চলেছে। গত এপ্রিলে এটা ৭.০৩ শতাংশে দাঁড়িয়েছে। সার্বিক মূল্যস্ফীতি গত বছরের তুলনায় এ বছর বেড়েছে। গত বছরের এপ্রিলে ৫.৪৭ শতাংশ থেকে এখন ৫.৬৩ শতাংশে দাঁড়িয়েছে বলে পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্যে উল্লেখ করা হয়েছে।
আজ শেরেবাংলা নগরস্থ পরিকল্পনা কমিশনে ইআরডির সম্মেলনকক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ব্যুরোর এসব তথ্য দেন।
বিবিএসের তথ্যানুযায়ী, গত বছর এপ্রিলে খাদ্য মূল্যষ্ফীতি ছিল ৬.৯৪ শতাংশ। এখন ৭ শতাংশ অতিক্রম করেছে। গ্রামে খাদ্য মূল্যস্ফীতি ৬.৭৬ শতাংশ এবং শহরে ৭.৬৩ শতাংশ। সার্বিক মূল্যস্ফীতি গ্রামে ৫.৫৯ শতাংশ এবং শহরে ৫.৭০ শতাংশ।