ঢাকা: জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সংক্রান্ত মিথ্যা ও সাজানো মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জামিন শুনানি আজকের মতো মুলতবি ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে আগামীকাল বুধবার (৯ মে) ফের জামিন শুনানি শুরু হবে।
মঙ্গলবার (৮ মে) ৯টা ৩৪ মিনিটে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেত্বত্বাধীন ৪ সদস্যর আপিল বেঞ্চে এ বেগম খালেদা জিয়ার জামিনের ওপর শুনানি শুরু হয়।
দুদকের আইনজীবী খুরশিদ আলম খানের বক্তব্যের সময় পৌনে ১১টার দিকে বিরতি দিয়ে সোয়া ১১টার দিকে আবার শুনানি শুরু হয়। খুরশিদ আলম খানের শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম রাষ্ট্রপক্ষে শুনানি করেন। অ্যাটর্নি জেনারেলের পর শুনানি শুরু করেন বেগম খালেদা জিয়ার আইনজীবী আবদুর রেজাক খান। এসময় আদালত আজকের মতো মুলতবি ঘোষণা করেন।
এর আগে গত ১৯ মার্চ হাইকোর্টে বেগম খালেদা জিয়ার জামিন ৮ মে পর্যন্ত স্থগিত করে মামলাটি শুনানির জন্য আজকের দিন (৮ মে) দিন ধার্য করেছিলেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ।