ঢাকা: রাজধানীর কাওরান বাজারে দুই বাসের মাঝে আটকা পড়ে হাত হারানোর পর চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া তিতুমীর কলেজের শিক্ষার্থী রাজীব হাসানের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আজ মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
আগামী ২৫ জুনের মধ্যে প্রথম কিস্তিতে ৫০ লাখ এবং পরবর্তী আরেক কিস্তিতে বাকি টাকা পরিশোধ করতে বিআরটিসি ও স্বজন পরিবহনকে নির্দেশ দেয়া হয়েছে।
গত ৩ এপ্রিল দুর্ঘটনায় পতিত হন রাজিব। এর পর গত ১৭ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।