সাহারা-বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো বিজ্ঞাপন নয়

খেলা

image_109348_0সাহারার সঙ্গে বাংলাদেশ ক্রিকেট দলের সম্পর্কের বিষয়টি নিয়ে ভারতের মিডিয়ায় বেশ কয়েক দিন ধরে লেখা ছাপা হচ্ছে।আর এসব প্রতিবেদন অবশ্যই নেতিবাচক।

আজ কলকাতার একটি অনলাইন পত্রিকায় প্রকাশিত ‘সাহারা-বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো বিজ্ঞাপন নয়’ শিরোনামে একটি প্রতিবেদনে বলা হয়, ‘সাহারা ইন্ডিয়া পরিবার’ ভারতে এখন কালো তালিকাভুক্ত৷ অর্থাৎ একটি বেআইনী অর্থলগ্নী সংস্থা৷ আর্থিক কেলেঙ্কারির দায়ে অভিযুক্ত একটি ‘চিটফান্ড’৷ যার সর্বময় কর্তা সাহারাশ্রী সুব্রত রায়৷ আর্থিক তছরুপের দায়ে বর্তমানে যিনি তিহার জেলের বাসিন্দা৷ সাহারাশ্রী নিজেই এখন সাহারাহীন৷ জামিনের ১০ হাজার কোটি টাকা জোগাড় করতে জমি-সম্পত্তি পর্যন্ত বিক্রি করতে হচ্ছে তাকে৷ এক সময়কার ‘ভগবান’ সুব্রত রায় এখন কলঙ্কিত৷ বাজার থেকে কোটি কোটি টাকা তুলে হিসেব বর্হিভূত সম্পতির মালিক সুব্রত রায়ের মুখ হচ্ছে কালিমালিপ্ত৷ হাজার হাজার গরীব এবং সাধারণ আমানতকারীর টাকায় ফুলে ফেঁপে উঠেছিল সাহারা ইন্ডিয়া পরিবার৷ কিন্তু সময় মত আমানতকারীদের টাকা ফেরৎ দেয়নি সাহারা৷ সাহারাকে নিজেদের সর্বস্ব দিয়ে এখন পথে বসেছেন প্রচুর মানুষ৷

এহেন একটি সংস্থা কোটি কোটি টাকার বিনিময়ে বর্তমানে বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান স্পনসর৷ প্রতিবেশী দেশের কালো তালিকাভুক্ত কোনও সংস্থার স্পনসরশিপ কখনই বাংলাদেশ ক্রিকেটের জন্য বিশ্বের দরবারে ভাল বিজ্ঞাপন হতে পারে না৷ ভাল বিজ্ঞাপন হতে পারে না দেশের মানুষের কাছেও৷ সাহারা বাংলাদেশ ক্রিকেট দলের সাময়িক আর্থিক চাহিদা মেটালেও, পরোক্ষে কিন্তু কালিমালিপ্ত করছে  দেশের জাতীয় দলকেই৷

‘পাপ’-এর টাকা ভোগ করার দায়ে সাহারাশ্রী এখন শ্রীঘরে৷ চুক্তির যাঁতাকলে পড়ে সেই কালো টাকার কিছু অংশের পরোক্ষ অংশীদার কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিমও৷ বিসিবি কর্তাদের মনে রাখতে হবে, কোনো দেশের জাতীয় দল সেই দেশের জাতির গর্ব, অহংকার৷ দেশের প্রতিটি মানুষের আবেগ জড়িয়ে থাকে সেই দলটির সঙ্গে ৷ দল জিতলে যেমন তারা আনন্দ পান, তেমনি হারলে হতাশ হয়ে পড়েন৷ খেলা শুরুর আগে জাতীয় সংগীত গেয়ে খেলোয়াড়রা মাঠে নামেন৷ খেলোয়াড়দের জার্সিতে থাকে জাতীয় রঙ, জাতীয় পতাকা৷ সেই জার্তিসেই কিনা এখন বড় বড় অক্ষরে শোভা পাচ্ছে ‘সাহারা’৷ বাংলাদেশ ক্রিকেট কর্তারা ভালো করে ভেবে দেখুন, এটা লজ্জার, এটা অপমানের৷ দেশের সাধারণ ক্রিকেটপ্রেমীদের আবেগ নিয়ে খেলার করার অধিকার কোনও প্রশাসকের নেই৷ দেশের সাধারণ মানুষের জন্যই কিন্তু আজ বাংলাদেশে ক্রিকেট খেলা এতটা জনপ্রিয়৷ দেশের প্রতিটি মানুষ, বিশেষ করে আগামী প্রজন্মের কাছে রোল মডেল বাংলাদেশের ক্রিকেটাররা৷ তাদের মহানায়কের আসনে বসিয়েছেন এই সাধারণ ক্রিকেটপ্রেমী মানুষই৷ আর এই সাধারণ মানুষের কাছেই বিজ্ঞাপিত হচ্ছে সাহারা নামক একটি কালো তালিকাভুক্ত সংস্থা৷ সাধারণ মানুষের কাছে সাহারাকে বড় করে তুলে ধরা হচ্ছে৷ আগামীদিনে যেটা দেশের অর্থনীতির ক্ষেত্রেও মারাত্মক রূপ নিতে পারে৷ তাই আর্থিক ক্ষতি স্বীকার করেও সাহারাকে অবিলম্বে ত্যাগ করা উচিত বাংলাদেশ ক্রিকেট প্রশাসকদের৷ সাহারা কখনই বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো বিজ্ঞাপন হতে পারে না৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *