রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পরপর ৪ টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার বিকেল পৌনে ৪ টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কে বা কারা কার্যালয়ের সামনে চারটি ককটেল ছুড়ে মারে। কার্যালয়ের আশপাশে থাকা ছাত্রদলের কর্মীরা তাঁদের ধাওয়া দেন। এ সময় তারা পালিয়ে যায়।
ককটেল বিস্ফোরণের ঘটনায় ১ জন আহত হন বলে জানা গেছে। তবে তাঁর পরিচয় জানা যায়নি।
এদিকে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে ছাত্রদল তাৎক্ষণিক এক প্রতিবাদ মিছিল বের করে।