জমি নিয়ে বিরোধের জের ধরে টাঙ্গাইলের নাগরপুরে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম মাস্টারের বাড়িতে দফায় দফায় হামলা, ভাঙচুর ও মারপিটের ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তরা আছিয়া বেগম (৬৫) নামের এক বৃদ্ধাকে পিটিয়ে ও পানিতে ফেলে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।রোববার দুপুরে উপজেলার ভাল কুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল রকিব খান বাংলানিউজকে জানান, আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম মাস্টারে সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশি চান্দু মিয়ার সঙ্গে বিরোধ চলে আসছিল। এর জের ধরে শনিবার বিকেলে ২৫/৩০ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী নরুল ইসলাম মাস্টারের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। সন্ত্রাসীরা ঘণ্টাব্যাপী তাণ্ডবলীলা চালালে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় নুরুল ইসলাম মাস্টার থানায় অভিযোগ করলে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে পুনরায় রোববার দুপুরে ওই বাড়িতে দ্বিতীয় দফা হামলা চালায়। এসময় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম মাস্টারের বড় ভাইয়ের স্ত্রী আছিয়া বেগম বাধা দিলে সন্ত্রাসীরা তাকে বেধড়ক মারপিট করে পার্শ্ববর্তী ডোবায় ফেলে দেয়। স্থানীয় লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
পরে গুরুতর অবস্থায় আছিয়া বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।