রংপুরে ৮ শিক্ষার্থীর আত্মহত্যা চেষ্টা : একজন মৃত

Slider রংপুর

316155_116

এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার লজ্জায় রংপুরের বিভিন্ন এলাকায় রোববার ফলাফল প্রকাশের পর বিষ পান ও গলায় ফাঁস দিয়ে ৮ শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করেছে। গুরুতর অসুস্থ্য অবস্থায় তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে একজন মারা গেছে।

রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান সাইফ নয়া দিগন্তকে জানান, রোববার দুপুরে পরীক্ষার ফলাফল ঘোষনার পর রংপুর মহানগরী, গঙ্গাচড়া ও পীরগাছার বিভিন্ন এলাকায় ৮ শিক্ষার্থী গলায় রশি দিয়ে ও বিষ পানে আত্মহত্যার চেষ্টা করে।

তাদেরকে স্বজনরা রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সদর উপজেলার হরিদেবপুর গ্রামের রোকেয়া খাতুন মারা যায়। এছাড়াও হাসপাতালে চিকিৎসাধীন রংপুর মহানগরীর ডাঙ্গিরপাড়ের শারমিন আখতার, বখতিয়ারপুরের খাদিজা বেগম, তাজহাটের সুভারানী, সেনপাড়ার স্মৃতি রায়, সিও বাজার এলাকার রুবেল, গঙ্গাচড়ার তানজিনা আখতার, পীরগাছার চৌধুরানীর সমাপ্তির অবস্থা আশংকাজনক।

হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. জাকির হোসেন নয়া দিগন্তকে জানান, ওই আটজন এসএসসি পরীক্ষার্থী অকৃতকার্য হওয়ায় আত্মহত্যার চেষ্টা করে। এরমধ্যে রোকেয়া বেগম নামে এক শিক্ষার্থী মারা গেছে। বাকী ৭ জনের অবস্থা আশংকাজনক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *