দিনের প্রথম খেলায় শনিবার বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে হারিয়ে শীর্ষে উঠে যায় চেন্নাই সুপার কিংস। রাতের খেলায় দিল্লিকে ৭ উইকেটে হারিয়ে চেন্নাইকে হটিয়ে ফের শীর্ষে উঠে যায় সাকিবদের হায়দরাবাদ।
এই জয়ে ৯ খেলায় ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে হায়দরাবাদ। এক ম্যাচ বেশি খেলে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে চেন্নাই। ৯ খেলায় ১০ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান কলকাতার।
সাকিবদের শীর্ষে উঠার দিনে কপাল পুড়েছে দিল্লি ডেয়ারডেভিলসের। এদিন হেরে যাওয়ায় আইপিএলের চলতি ১১তম আসর থেকে ছিটকে গেল দিল্লি। দিল্লির শেষ চার ম্যাচ এখন হয়ে দাঁড়িয়েছে নিয়ম রক্ষার।
শনিবার বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৬৩ রান সংগ্রহ করে দিল্লি। দলের হয়ে পৃথ্বী করেন ৬৫ রান। এ ছাড়া ৪৪ রান করেন দলীয় অধিনায়ক শ্রেয়স আয়ার। শেষ দিকে ১৩ বলে ২৩ রান করেন বিজয় শঙ্কর।
টার্গেট তাড়া করতে নেমে ১ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় হায়দরাবাদ।