এএইচএফ কাপ যুব হকির বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক বাংলাদেশ। ফাইনালে ওমানকে ৪-০ ব্যবধানে হারিয়ে লাল-সবুজের জার্সিধারীরা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে বাংলাদেশ দল আগামী যুব এশিয়া কাপে খেলতে পারবে। রানার্স আপ ওমানও প্রতিযোগিতাটিতে অংশ নিতে পারবে।
রোববার দিনের প্রথম ম্যাচে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কাকে ৬-২ গোলে উড়িয়ে দিয়ে তৃতীয় স্থান নিশ্চিত করে তাইপে।
এর আগে গ্রুপ পর্বে টানা চার ম্যাচে বড় জয় নিয়ে ফাইনালে উত্তীর্ণ হয় মামুনুর রশিদের দল। চীনা তাইপে’কে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে লাল সবুজের জার্সিধারীদের জয়যাত্রা শুরু হয়। এরপর থাইল্যান্ডকে ১০-০ ও ওমানকে ৭-০ ব্যবধানে হারানো দলটি গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারায় ৭-০ ব্যবধানে।
প্রসঙ্গত, পাঁচ ম্যাচে কোনো গোল হজন না করেই চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পায় বাংলাদেশ যুব হকি দল।