বৃটেনের ক্ষুধার্তদের জন্য হতাশ প্রধান ধর্মযাজক

সারাবিশ্ব

image_109342_0বৃটেনের ক্ষুধার্ত পরিবারগুলোর জন্য সহযোগিতা আরো বাড়ানোর আহ্বান জানিয়েছেন দেশটির প্রধান ধর্মযাজক জাস্টিন ওয়েলবি। রোববার বৃটেনের দৈনিক মেইলকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ আহ্বান জানান।

ধর্মযাজক জাস্টিন বলেন, “একদিকে মাত্রাতিরিক্তভাবে খাদ্যের অপচয় করা হচ্ছে, যেটা বিস্ময়কর। অপরদিকে দেশের একটি অংশে ক্ষুধার্তদের পরিমাণ বাড়ছে।”

তিনি ২০২০ সালের ভিতর বৃটেনে ক্ষুধার্তদের সংখ্যা শূন্যে নামিয়ে নিয়ে আসার সংসদের প্রস্তাবনাকে স্বাগত জানিয়েছেন। আগামীকাল সোমবার বৃটেন সরকার এ প্রতিবেদন প্রকাশ করবে।

ধর্মযাজক জাস্টিন বলেন, “আমার কাছে বিষয়টা আফ্রিকার শরণার্থী শিবিরের মানুষদের চাইতেও বেশি দুঃখজনক মনে হচ্ছে যে, বৃটেনেও দারিদ্র-ক্ষুধা আঘাত হেনেছে। এটা খুবি অপ্রত্যাশিত।”

কঙ্গোর শরণার্ধীদের দুরাবস্থার চিত্র তুলে ধরে জাস্টিন বলেন, “আমি কঙ্গোর ক্ষুধার্তদের বাবা-মার সাথে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছে, সন্তানদের খাবার জোগান দিতে তাদের মাঝে মাঝে না খেয়েও দিন কাটাতে হচ্ছে।”

তিনি বলেন, “বৃটেনেও এ ধরনের অবস্থার মানুষ আছে, বিষয়টি আমাকে খুব পীড়া দিচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *